সভার কার্য্য বিবরনী বহি
প্রতিষ্ঠানের নাম: ০৪ নং আউড়িয়া ইউনিয়ন পরিষদ, নড়াইল সদর, নড়াইল।
সভার অনুষ্ঠানের স্থান ঠিকানা: আউড়িয়া ইউপি ভবন।
তারিখ: ০৫/১০/২০১৭ ইং, সময়: ১০.০০, হইতে: ১২.০০ পর্যন্ত।
উপস্থিত সভ্যগনের নাম ও স্বাক্ষর:
ক্র:নং: |
নাম |
পরিচয় |
পদবী |
স্বাক্ষর |
০১ |
মো: পলাশ মোল্যা |
ইউপি চেয়ারম্যান |
সভাপতি |
স্বাক্ষরিত |
০২ |
হিনা পারভীন |
ইউপি সদস্যা |
সদস্য সচিব |
স্বাক্ষরিত |
০৩ |
আনোয়ারা বেগম |
ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
০৪ |
রোকেয়া বেগম |
ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
০৫ |
মো: বাসার মন্ডল |
ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
০৬ |
মো: ওহিদুজ্জামান ইকবাল |
ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
০৭ |
মো: উজ্জল মিনা |
ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
০৮ |
মো: মাসুম পারভেজ ফসিয়ার | ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
০৯ |
মো: আব্বাস উদ্দিন খান |
ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
১০ |
মুন্সী মো: ওহিদুর ইসলাম |
ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
১১ |
মো: বদরুল আলম ভূইয়া | ঐ |
সদস্য |
স্বাক্ষরিত |
১২ | মো: বিল্লাল ভূইয়া | ঐ | সদস্য | স্বাক্ষরিত |
১৩ | মো: ইমরান হোসেন | ঐ | সদস্য | স্বাক্ষরিত |
অদ্যকার সভায় বিগত সভার মন্তব্য সকল পর্ঠিত ও অনুমোদিত হয়।
অদ্যকার সভায় সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান জনাব: মো: পলাম মোল্যা। সভার শুরুতে সভাপতি সাহেব উপস্থিত সকল সভ্যগনকে ধন্যবাদ জানাইয়া সভার কার্য আরম্ভ করেন। সভায় ইউনিয়ন সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অদ্যকার সভার আলোচ্য সূচী ইউনিয়নের সকল জন্য উপস্থিত সভ্য গন সর্ব সম্মতি ক্রমে নিম্ন লিখিত রূপে বাস্তবায়ন কমিটি গঠন করেন ।
অতপর সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি জাহেব সভার সমাপ্তি ঘোষনা করেন।
স্বাক্ষরিত
তাং-০৫/১০/২০১৭ ইং
সভাপতি
মো: পলাশ মোল্যা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস